Green University Library

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার


গ্রীন ইউনিভার্সিটি লাইব্রেরি গ্রন্থাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার প্রতিষ্ঠা করেছে। কর্নারটি উদ্বোধন হয় ২১ মার্চ ২০২২ সালে। উদ্বোধন করেন বঙ্গবন্ধু মিউজিয়ামের মাননীয় কিউরেটর, সাবেক সচিব জনাব এন .এই.খান। কর্নারটি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপরে বই , এলবাম , ছবি দিয়ে সাজানো হয়েছে।কর্নারটি তৈরীর জন্য লাইব্রেরি একটি অনন্য ডিজাইন তৈরী করে। ডিজাইনটির অন্যতম বিশেষত্ব হল এটি বাংলাদেশের পতাকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারকে একই ফ্রেমে উপস্থাপন করেছে যা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য সম্পর্ককে নির্দেশ করে। এই অনিন্দ্য সুন্দর স্থাপনাটি বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিকে জাগরিত করে। কর্নারটি অভ্যাগত অতিথি ও দর্শনার্থীদের কাছে ভূয়সী প্রশংসা লাভ করেছে !



মুক্তিযুদ্ধের ছবি